নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আলোচিত পোশাক শ্রমিক আসমা আক্তারকে গণধর্ষণের পর হত্যার মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেকের কাছ থেকে এক লাখ টাকা করে জরিমানা আদায় করে নিহতের পরিবারকে দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া এ মামলায় ৪ জনকে খালাস দেয়া হয়েছে।
Advertisement
সোমবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জুয়েল রানা আসামিদের উপস্থিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার নুরুদ্দিনের ছেলে নাসির উদ্দিন বিটল (৪০), মৃত আ. সালামের ছেলে খোকন মিয়া (৩২), আবু মিয়ার ছেলে ছুফুন (৩৪)। আর খালাস প্রাপ্তরা হলেন- সালামত, মিজান, হাসান কবির মেম্বার ও আ. মজিদ।
আদালতের স্পেশাল পিপি রকিব উদ্দিন জানান, ২০০৮ সালের ১২ মার্চ বন্দর উপজেলার ভদ্রাসন এলাকায় পোশাক শ্রমিক আসমা আক্তারকে (২৮) অপহরণ করে গণধর্ষণ ও হত্যার পর মরদেহ ডোবায় ফেলে দেয় আসামিরা। এ ঘটনায় নিহতের বাবা রাজা মিয়া বাদী হয়ে প্রথমে অপহরণ মামলা করেন। মরদেহ পাওয়ার পর তদন্তে হত্যার রহস্য খুঁজে পায় পুলিশ।
Advertisement
শাহাদাৎ হোসেন/এফএ/পিআর