ভোরের সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ৫৫টি ছিটমহলের অধিবাসীরা দলে দলে লাল সবুজের পতাকা, ব্যানার, ফেস্টুন, প্লে-কার্ড হাতে নিয়ে স্লোগান দিতে দিতে প্রত্যন্ত ছিট এলাকাগুলো থেকে পাটগ্রাম উপজেলা চত্বর অভিমুখে যাত্রা শুরু করে। শনিরবার দুপুরে আনন্দ মুখরিত নতুন নাগরিকত্ব পাওয়া এই বাংলাদেশিদের পদযাত্রা আনন্দ মিছিলে রূপ নেয়। তাদের কণ্ঠে প্রতিধ্বনিত হতে থাকে `আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি`। এমনকি এসময় তাদের হাতে ৬৮ ফুটের লাল সবুজ পতাকা শোভা পাচ্ছিল।
Advertisement
পাটগ্রাম উপজেলার ৫৫টি ছিটমহল হতে আসা আনন্দ মিছিল পাটগ্রাম উপজেলা চত্বরে পৌঁছালে যোগ দেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার নূর কুতুবুল আলম, উপজেলা পৌর চেয়ারম্যান সমশের আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান শফি কামাল টারজান, পৌর আওয়ামী লীগের সম্পাদক কাজী আসাদুজ্জামান আসাদ, আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ নূরন্নবী আল কামাল আজাদ, পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকতা রেজাউল করিম প্রমুখ।ভারতের সঙ্গে বাংলাদেশের ছিটমহল বিনিময় ১৬২ ছিটমহলের মধ্যে বাংলাদেশের ১১১টির ছিটমহলের আয়তন ১৭ হাজার ১৬০ দশমিক ৬৩ একর। আর ভারতের ৫১টি ছিটমহলে আয়তন ২২ হাজার ১২৯ দশমিক ২৮ একর।রবিউল হাসান/এসএস/আরআইপি