ইনজুরি যেন পিছু ছাড়ছে না আর্জেন্টিনার। লুকাস বিলিয়া, সার্জিও আগুয়েরো, গ্যাব্রিয়েল মার্কাদো ইতোমধ্যে ইনজুরি সমস্যায় ভুগছেন। ইনজুরিতে জড়জড়িত দলে নতুন করে এবার ইনজুরিতে পড়েছেন আর্জেন্টিনার রক্ষণভাগের প্রধান ভরসা নিকোলাস ওটামেন্ডি।
Advertisement
শনিবার দলের অনুশীলনের সময় কুঁচকিতে ব্যথা পান ম্যান সিটির এ তারকা। শনিবার অনুশীলন পর্ব শেষ হওয়ার পর সাম্পাওলি জানান, ওটামেন্ডির কুঁচকিতে সমস্যা হচ্ছে একটু। রবিবার দলের সঙ্গে অনুশীলন না করে একাকী অনুশীলন করবেন ম্যানসিটির এ তারকা। তবে ইনজুরি গুরুতর নয় বলে জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আর্জেন্টিনা তাদের অফিশিয়াল একাউন্টে নিশ্চিত করেছেন ওটামেন্ডির ইনজুরি সমস্যার কথা।
বিশ্বকাপকে সামনে রেখে কোন রকম ঝুঁকি নিতে চাচ্ছেন না আর্জেন্টাইন কোচ সাম্পাওলি। ইতোমধ্যে ইনজুরিতে বিশ্বকাপ শেষ হয়ে গেছে দলের প্রধান গোলরক্ষক সার্জিও রোমেরোর। ৩০ তারিখ এক প্রীতি ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নামবে সাম্পাওলির আর্জেন্টিনা।
আরআর/এমএস
Advertisement