জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সামাজিক সচেতনামূলক কর্মসূচির অংশ হিসেবে জঙ্গি ও মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
Advertisement
রোববার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এ সভার আয়োজন করে।
সভায় ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার ইব্রাহিম খান বলেন, মাদক নির্মূলে পুলিশ ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে সর্বত্র দুর্গ গড়ে তুলতে হবে।
জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বলেন, জবি ছাত্রলীগের নেতাকর্মীর কেউ মাদকে জড়িত নয়। এরপরও কারও বিরুদ্ধে মাদকে জড়িত থাকার প্রমাণ পেলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে।
Advertisement
জবি ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান উপস্থিত ছিলেন।
সবশেষে ডিসি ইব্রাহীম খান সবাইকে মাদক গ্রহণ না করতে বুকে হাত দিয়ে শপথ করান।
মাহমুদুল হাসান তুহিন/এএইচ/পিআর
Advertisement