ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গত বৃহস্পতিবারের নৌকাডুবির ঘটনায় জসিম উদ্দিন (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের কাকুরিয়া গ্রামের একটি জমি থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত জসিম কিশোরগঞ্জ জেলার কুলিয়ারপর উপজেলার তারাকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সকালে কাকুরিয়া গ্রামের জনৈক পবিত্র ডাক্তারের বাড়ির পাশের একটি জমিতে ওই কিশোরের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে সরাইল থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে দুপুর দেড়টার দিকে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে নৌকাডুবির পর ছেত্রা নদী থেকে ভাসতে ভাসতে মরদেহটি জমিতে এসেছে।সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ মরদেহ উদ্ধারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।সরাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এমরান হোসেন জাগো নিউজকে জানান, নিহতের মরদেহ দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে।উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ছেত্রা নদীতে একটি যাত্রীবাহী নৌকা ডুবে যায়। এতে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আরেক কিশোরির মরদেহ উদ্ধার করে পুলিশ।আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমআরআই
Advertisement