কৌতুক- এক : কার খেলা কোনটি?
Advertisement
আমেরিকায় এক গবেষণায় দেখা গেছে-
বেকারদের খেলা- বাস্কেটবল।
শ্রমিকদের খেলা- ফুটবল।
Advertisement
ফোরম্যানদের খেলা- বেসবল।
ম্যানেজারদের খেলা- টেনিস।
সিইওদের খেলা- গলফ।
সিদ্ধান্ত: কর্পোরেট কাঠামোতে যে যত উঁচুতে, তার বল তত ছোট।
Advertisement
আরও পড়ুন- আজকের কৌতুক : মেয়ে মনে হয় প্রেম করছে
****
কৌতুক- দুই : ভাইরাসমুক্ত করা হইল
মেট্রিকে যে বছর প্রথম কম্পিউটারে এমসিকিউয়ের উত্তরপত্র মূল্যায়ন করা হয়, সে বছর কুড়িগ্রামের একটি থানা শহরে ভাইরাল ফিভারে আক্রান্ত হলে একটি ছেলেকে বাধ্য করা হয়েছিল সিক বেডে পরীক্ষা দিতে।
এখানেই শেষ নয়। তার উত্তরপত্র স্প্রে করে, পলিথিনে মুড়ে উপরে লিখে দেওয়া হয়েছিল– ‘ভাইরাসমুক্ত করা হইল।’ নিচে থানা স্বাস্থ্য কর্মকর্তার স্বাক্ষর ও সিলমোহর ছিল।
আরও পড়ুন- আজকের কৌতুক : রবীন্দ্রনাথ বিষ খাচ্ছেন!
****
কৌতুক- তিন : খেলার শেষ বলে ছক্কা
নিয়োগ পরীক্ষার ভাইভাতে প্রশ্ন করা হলো-
প্রশ্নকর্তা: বলুন তো, তিনি কোন ইন্ডিয়ান খেলোয়াড়? যিনি নিজের প্রথম ম্যাচেই দলকে নেতৃত্ব দেন। তিনি অপরাজিত থেকে সেঞ্চুরি করে দলকে জেতায়। এমনকি খেলার শেষ বলে ছক্কা মেরে এক দুর্দান্ত ইংলিশ টিমকে হারিয়ে দেয়?
প্রার্থী: আমির খান, লাগান মুভিতে।
এসইউ/জেআইএম