সারা দেশের মতো ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে দমকা বাতাসসহ গুড়িগুড়ি বর্ষণে ব্যাহত হচ্ছে রাজশাহীবাসীর স্বাভাবিক জীবনযাত্রা। গত ৩৭ ঘণ্টাব্যাপী শুরু হওয়া এ অবিরাম বর্ষণে নগরীর অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নগরীর বেশ কিছু রাস্তায় বিশালাকৃতির গাছ উপড়ে পড়ায় ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। পরে গাছ কেটে রাস্তা থেকে অপসারণ করা হয়। এদিকে, অবিরাম বর্ষণে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট, উপশহর, পদ্মা আবাসিক, শিরোইল, শালবাগান, বর্ণালী, কোর্ট এলাকাসহ শহরের বিভিন্ন স্থান বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। ফলে নগরবাসীকে পোহাতে হচ্ছে বাড়তি দুর্ভোগ। এছাড়া, রাজশাহীর কয়েকটি উপজেলায় ঝড়ো হাওয়া ও ভারি বর্ষণে কাঁচা ঘর-বাড়ির ব্যাপক ক্ষয়-ক্ষতির খবর পাওয়া গেছে। অনেক উপজেলায় পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ। এদিকে, অবিরাম বর্ষণে সবচেয়ে ক্ষতি হয়েছে কৃষকদের। বিভিন্ন উপজেলায় বিঘা বিঘা জমি পানিতে প্লাবিত হওয়ায় আমন ধান চাষিদের মাথায় হাত পড়েছে। এভাবে চলতে থাকলে এ অঞ্চলে কৃষকদের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এ ব্যাপারে রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক লতিফা হেলেন জাগো নিউজকে জানান, রাজশাহীতে গত ৩৭ ঘণ্টায় ৯৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৪ দশমিক ৯। এ ধরনের আবহাওয়া আরো দুদিন স্থায়ী হতে পারে বলে জানান ওই পর্যবেক্ষক। শাহরিয়ার অনতু/এমজেড/এমএস
Advertisement