জাতীয়

স্থাপত্য নকশার প্রদর্শনী আর্কিপ্রি বাংলাদেশ

রাজধানীতে চলছে সপ্তাহব্যাপী আর্কিপ্রি বাংলাদেশ শীর্ষক নকশা প্রদর্শনী। ধানমন্ডির আলিয়স ফ্রঁসেজের লা গ্যালারিতে গত ২৫ মে এ প্রদর্শনী শুরু হয়েছে। নেদারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘আর্কিপ্রি’ নতুন প্রজন্মের সেরা স্থাপত্যশিল্পীদের নিয়ে আয়োজন করে নকশা প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে অংশ নেয়া প্রতিযোগীদের নকশা স্থান পেয়েছে প্রদর্শনীতে।

Advertisement

ভিন্নধর্মী এই প্রদর্শনীতে স্থাপত্যশিল্পের নকশার পাশাপাশি কয়েকটি চূড়ান্ত মডেলও প্রদর্শিত হচ্ছে। সেই সঙ্গে রয়েছে নকশাগুলির বিবরণ, প্রয়োজনীয় তথ্য এবং নানা দিকনির্দেশনা। সোম থেকে বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে রাত সাড়ে আটটা এবং শুক্র ও শনিবার বিকেল চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। আগামী ১লা জুন পর্যন্ত চলবে এই প্রদর্শনী।

এমএমজেড/জেআইএম

Advertisement