খেলাধুলা

বিশ্বকাপের আগে ইনজুরিতে কেঁদে মাঠ ছাড়লেন সালাহ

কী হবার কথা ছিল আর কী হল! এইত আর মাত্র ২০ দিন পরেই দেশকে বিশ্বকাপের মত বড় মঞ্চে প্রতিনিধিত্ব করবেন হাসিমুখে কিন্তু তার আগেই ইনজুরির মরণথাবা গ্রাস করলো তাকে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলের হয়ে মাঠে নেমে ইনজুরিতে পড়েন সালাহ। কাঁধের ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় তাকে।

Advertisement

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইউক্রেনের কিয়েভ স্টেডিয়ামে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ এবং লিভারপুল। ম্যাচের তখন ২৭ মিনিট চলছে। বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন সালাহ। ঠিক তখনই রামোস তাকে হাত ধরে মাটিতে ফেলে দেন। রেফারির চোখ এড়িয়ে গেলেও মাটিতেই লুটে পড়ে থাকেন সালাহ। মিনিট দুয়েক সেবা শুশ্রূষার পর আবার মাঠে নামলেও আর পেরে উঠেননি মিশরের এই ফরোয়ার্ড। ৩২ মিনিটে কান্নায় ভেঙে পড়েন তিনি। ঐ অবস্থাতেই মাঠ ছাড়তে হয় তাকে। ম্যাচ শেষে পরীক্ষার পরেই জানা যাবে তার ইনজুরি কতটা গুরুতর, বিশ্বকাপে আদৌ খেলতে পারবেন কি না।

লিভারপুলের বর্তমান মৌসুমের ৩৩% গোলই এসেছে সালাহর পা থেকে। লিভারপুলের থেকে সবচেয়ে বড় ক্ষতি হলো মিশরের। কেননা মিশরের একমাত্র তারকা ফুটবলার যে তিনিই।

আরআর/এমবিআর

Advertisement