দেশজুড়ে

৮০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালি

স্বপ্নের ফুটবল বিশ্বকাপ-২০১৮ শুরু হতে বাকি কয়েকদিন। এর মধ্যে ফুটবলপ্রেমীদের উত্তেজনা ছড়িয়ে পড়েছে সর্বত্র। বরাবরের মতো সেই উত্তেজনায় কাঁপছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের হৃদয়ও।

Advertisement

ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্টের ২১তম আসর উপলক্ষে বাগেরহাটে ৮০০ ফুট দৈর্ঘ্যের পতাকা নিয়ে র‌্যালি করেছে আর্জেন্টিনার সমর্থকরা।

সদর উপজেলার বাদোখালী এলাকায় ‘বাদোখালী আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী’র ব্যানারে শুক্রবার এ বিশাল র‌্যালির আয়োজন করে দলটির সমর্থকরা।

বিশাল র‌্যালিটি বাদোখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে দে পাড়া বাজার ঘুরে আবার ওই বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়। দুই বারের বিশ্ব সেরাদের প্রায় ৫ শতাধিক সমর্থক এতে অংশগ্রহণ করেন।

Advertisement

র‌্যালির উদ্যোক্তা স্থানীয় মামুন হাওলাদার জানান, বাদোখালী এলাকার আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের আয়োজনে এই লম্বা পতাকা তৈরি ও র‌্যালির আয়োজন করা হয়। প্রিয়দলের খেলার আগেরদিন আবার এরকম একটি র‌্যালি বের করা হবে।

মামুন আরও বলেন, ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনা দলের একজন ভক্ত। মূলত আর্জেন্টিনা দলের খেলোয়াড় লিওনেল মেসির খেলা দেখেই এই দলের সমর্থন করে আসছি। স্থানীয় আর্জেন্টিনা দলের সমর্থকদের সৌজন্যে এলাকায় বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হবে।

র‌্যালিতে থাকা আলভিসিলেসস্তেদের সমর্থক মো. সেলিম জানান, আর্জেন্টিনাকে ভালোবাসি যেদিন বিশ্বকাপ খেলা প্রথম দেখি সেদিন থেকে। সেই ভালোবাসা একটুও কমেনি। দিয়াগো ম্যারাডোনা থেকে গ্যাব্রিয়েল বাতিস্তুতা পর্যন্ত দলটির হয়ে অনেক কিংবদন্তি খেলেছেন। বর্তমান দলে মেসি, হিগুয়েইন, ডি মারিয়া, আগুয়েরো, মাসচারানোদের মতো তারকারা রয়েছেন। প্রিয় দল আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জয়ী হবে এটাই প্রত্যাশা।

এ বিষয়ে বাগেরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি অমিত রায় বলেন, বিশ্বকাপ ফুটবল মানেই উন্মাদনা। বিশ্বকাপ দর্শকদের মাঝে নতুন আমেজ সৃষ্টি করে। বাংলাদেশের ফুটবল দর্শকরা ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা বা ব্রাজিলকে বেশি পছন্দ করে।

Advertisement

সাবেক এই কৃতি ফুটবলার বলেন, এটা অত্যন্ত আনন্দের বিষয়, বিশ্বকাপের আনন্দ আজ গ্রামপর্যায় ছড়িয়ে গেছে। যারা এতবড় আর্জেন্টিনার পতাকা নিয়ে র‌্যালি করেছে তারা দলটির প্রতি তাদের হৃদয়ের ভালোবাসা থেকেই করেছেন। তাদের জন্য আমার ভালোবাসা রইলো।

এএম/আরআইপি