ফিচার

রবীন্দ্র ভবন পরিদর্শনে যা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার শান্তি নিকেতনে বাংলাদেশ ভবনের উদ্বোধন করেছেন। এরপর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তি নিকেতনের রবীন্দ্র ভবন পরিদর্শনে ‘দর্শনার্থী বই’-এ মন্তব্য লিখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement

ছোট টেবিলে রাখা দর্শনার্থী বইয়ে মন্তব্য লেখার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য ‘রবীন্দ্র ভবন’-এ কবিগুরুর রচিত পাণ্ডুলিপি, পত্রাবলী এবং চিত্রকর্মের এক সুবিশাল ভাণ্ডার পরিদর্শন করতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি। এ ভবনের সংগ্রহসমূহ আমাকে মুগ্ধ করেছে এবং সংরক্ষণের লক্ষ্যে বিশ্বভারতী কর্তৃপক্ষের গৃহীত উদ্যোগসমূহ বাংলা তথা বিশ্বসাহিত্যের অমূল্য অবদান রক্ষায় প্রশংসার দাবিদার।

এছাড়া এখানে অবস্থিত রবীন্দ্র স্পর্শধন্য ‘উত্তরায়ণ কমপ্লেক্স’-এর যথাযথ সংরক্ষণও আমাকে বিমোহিত করেছে। আশা করি, ভবিষ্যতেও কবিগুরুর স্মৃতিসমূহ সংরক্ষণে বিশ্বভারতী কর্তৃপক্ষ একই রকম তৎপরতা বজায় রাখবেন, যাতে বিশ্ববাসী কবিগুরুর সৃষ্টিকর্ম সম্পর্কে অধিকতর জ্ঞান আহরণ করতে পারবেন। আমি রবীন্দ্র ভবনের স্থায়িত্ব ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।’

Advertisement

মন্তব্যে নিচে ২৫ মে ২০১৮ তারিখ দিয়ে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাতেই ফেসবুকে ভাইরাল হয় প্রধানমন্ত্রীর মন্তব্যের একটি ছবি।

এর আগে শুক্রবার সকাল পৌনে ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়েন শেখ হাসিনা।

আজ (শনিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট অব লিটারেচার (ডিলিট) গ্রহণ করবেন।

এএ

Advertisement