খেলাধুলা

বড় লিডের পথে ছুটছে পাকিস্তান

ঘরের মাঠ লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী পাকিস্তানের সাথে পেরে উঠছে না স্বাগতিক দেশ ইংল্যান্ড। ম্যাচের দ্বিতীয় দিনেই বিশাল লিড দাঁড় করিয়েছেন বাবর আজম-আসাদ শফিকরা। দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের করা ১৮৪ রানের জবাবে ৮ উইকেট হারিয়ে ৩৫০ রান করেছে পাকিস্তান। লিড ইতোমধ্যে দাঁড়িয়েছে ১৬৬ রানের।

Advertisement

প্রথম দিনে মোহাম্মদ আব্বাস এবং মোহাম্মদ আমিরের বোলিং নৈপুণ্যে ইংলিশদের ১৮৪ রানেই থামিয়ে দেয় পাকিস্তান। পরে দিনের শেষভাগে ১ উইকেটে ৫০ রান নিয়ে ফেরে তারা। দ্বিতীয় দিনে একই ধারাবাহিকতায় ব্যাট করতে থাকেন পাকিস্তানি ব্যাটসম্যানরা।

ইংলিশদের ইনিংসে যেখানে ছিল ১টি মাত্র পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস, সেখানে পাকিস্তানি ব্যাটসম্যানরা ৪টি ফিফটি। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করে আহত হয়ে অবসরে যান বাবর। বাহুতে পাওয়া আঘাতের ফলে পুরো সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

এছাড়া আজহার আলি ৫০, আসাদ শফিক ৫৯ এবং শাদাব খানের ব্যাট থেকে আসে ৫২ রানের ইনিংস। ম্যাচের তৃতীয় দিনে মোহাম্মদ আমির ১৯ এবং মোহাম্মদ আব্বাস ০ রানে ব্যাট করতে নামবেন। ইংলিশদের পক্ষে ৩টি করে উইকেট নেন জিমি অ্যান্ডারসন এবং বেন স্টোকস।

Advertisement

এসএএস/জেআইএম