খেলাধুলা

চ্যাম্পিয়ন্স লিগের মেডেল পাচ্ছেন কৌতিনহো

গেল শীতকালীন দলবদলের মৌসুমে লিভারপুল ছেড়ে কাতালান পরাশক্তি বার্সেলোনায় পাড়ি জমিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কৌতিনহো। জানুয়ারিতে বার্সেলোনায় যাওয়ার আগে চ্যাম্পিয়ন্স লিগে খেলে গেছেন লিভারপুলের পক্ষে। করেছেন ৫টি গোল এবং ২টি অ্যাসিস্ট।

Advertisement

সেই লিভারপুলই এখন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। শনিবার কিয়েভে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ইংল্যান্ডের এ ক্লাবটি। স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠেছে চ্যাম্পিয়ন্স লিগের মেডেল কৌতিনহো পাবেন কিনা। লিভারপুল ছেড়ে চলে গেলেও কৌতিনহোর মেডেল পাওয়ার সুযোগ চলে যায় নি। তবে সিদ্ধান্তটি সম্পূর্ণ লিভারপুলের ওপর। তারা যদি চায় তবে মেডেল পাবেন ২৫ বছর বয়সী এ ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

আর লিভারপুল তাদের সাবেক খেলোয়াড়ের অবদানকে স্বীকৃতি জানানোর সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ শনিবার খেলার ফলাফল যা-ই হোক, লিভারপুলের হয়ে এবারে চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেয়ার সুবাদে ফিলিপে কৌতিনহোও মেডেল পাচ্ছেন।

ডিকেটি/এমএমআর/পিআর

Advertisement