জাতীয়

২০ রোজার মধ্যে পোশাক শ্রমিকদের বোনাস-বকেয়া পরিশোধের দাবি

২০ রোজার মধ্যে পোশাক শ্রমিকদের ঈদের বোনাস ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছে বেশ কয়েকটি শ্রমিক সংগঠন।

Advertisement

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে পৃথক মানববন্ধন ও মিছিল-সমাবেশে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এই দাবি জানায়।

সব পোশাক কারখানায় ২০ রোজার মধ্যে শ্রমিকদের মূল বেতনের সমান ঈদ বোনাস পরিশোধ এবং জুলাইয়ের মধ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা ঘোষণার দাবি জানায় গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।

মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, আমরা শ্রমিকদের বেতন-বোনাস ২০ রোজার মধ্যে দেয়ার জন্য দাবি জানাচ্ছি। শ্রমিকদের জন্য ঈদ কখনও আনন্দের হয়ে আসে না, ঈদের আগের দিন পর্যন্ত তাদের কাজ করতে হয়। ২০ রোজার মধ্যে বোনাস দেয়া হলে আনন্দের না হোক অন্তত ঈদটা তাদের স্বস্তির হবে।

Advertisement

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা আগামী জুলাইয়ের আগে ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আমরা হিসাব করে দেখেছি ১৮ হাজার টাকার কমে কোনো পরিবার চলতে পারে না। তাই আর টালবাহানা না করে অবিলম্বে শ্রমিকদের ন্যূনতম এই মজুরি ঘোষণা করা হোক।

গার্মেন্ট শ্রমিক ফ্রন্টের মানববন্ধনে সংগঠনটির সভাপতি আহসান হাবীব বুলবুলের সভাপতিত্বে ব্ক্তব্য রাখেন সহ-সভাপতি খালেকুজ্জামান লিপন ও সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ।

এদিকে একই সময় ২০ রোজার মধ্যে পোশাক শ্রমিকদের ঈদ বোনাস ও বেতন ভাতা পরিশোধের দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, সমাবেশ ও মিছিল করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

সংগঠনটির সভাপতি আমিরুল হক আমিন বলেন, ঈদ বোনাস কোনো দয়া বা প্রথা নয়, এটি শ্রমিকদের আইনত অধিকার; তাই ২০ রোজার মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস এবং বকেয়া বেতন ভাতা পরিশোধ করতে হবে।

Advertisement

এদিকে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের আয়োজনে মানববন্ধনে পোশাক শ্রমিকদের ঈদ বোনাস এবং বেতন-ভাতা পরিশোধের দাবি জানানো হয়। এছাড়া রাজধানীর তুরাগ থানায় অবস্থিত বন্ধ থাকা মাসটেক্স কারখানা চালুর দাবি জানিয়েছে সংগঠনটি।

এএস/জেএইচ/পিআর