খেলাধুলা

ক্রিকেটকে পরিবার থেকে দূরে রাখতে চান কোহলি

বর্তমান সময়ের অন্যতম সেরা ক্রিকেটার ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিন ফরম্যাটের ক্রিকেটেই ব্যাটিংয়ের প্রায় সব রেকর্ড নিজের করে রেখেছেন তিনি। পেয়েছেন সম্ভাব্য সকল সাফল্য। অথচ তিনি কিনা তার সাফল্যমণ্ডিত ক্রিকেট ক্যারিয়ারের কোন ছাপ পড়তে দিতে চাননা ভারতের এই ব্যাটিং জিনিয়াস।

Advertisement

গত বছরের ডিসেম্বরে দীর্ঘদিনের প্রেমিকা বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ভারতীয় অধিনায়ক। বিয়ের পর থেকে আনুশকার সার্বক্ষণিক সমর্থন-সহযোগিতায় মাঠ এবং মাঠের বাইরের জীবন উপভোগ করছেন কোহলি। কিন্তু এই দম্পত্তির কোল জুড়ে তাদের পরবর্তী প্রজন্ম এলে তাদেরকে ক্রিকেটের সংস্পর্শে আনতে চান না কোহলি।

সম্প্রতি জনপ্রিয় সংবাদ মাধ্যম ‘ইএসপিএন’কে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন কোহলি। নিজের ক্রিকেট ক্যারিয়ারে যতোই সফলতা থাকুক না, সন্তানদের এসব নিয়ে মাতামাতি করতে দেয়ার পক্ষে নন কোহলি। তিনি বলেন, ‘বর্তমানের এত জনপ্রিয়তা একদিন শেষ হয়ে যাবে। আমার একটা পরিবার আছে। আমার সন্তানও হবে। তারা আমার পূর্ণ সময় পাওয়ার অধিকার রাখে। এটা একদমই সত্যি করে বলে দিতে চাই যে, আমি চাই না আমার সন্তানের আমার ক্রিকেট ক্যারিয়ারের সাফল্য-ব্যর্থতা সম্পর্কে কিছু জানুক। আমি চাই না তারা বেড়ে ওঠার সময় আমার ক্যারিয়ারের কোন ট্রফি, কোন অর্জন আমার বাড়িতে থাকুক।’

এসময় নিজের অগোছাল জীবনে গুছিয়ে উঠতে সহধর্মিনী আনুশকার অবদানের কথা উল্লেখ করেন কোহলি। ভারতীয় অধিনায়ক বলেন, ‘গত কয়েক বছরে আমি অনেক কিছু অনুধাবন করতে পেরেছি। আমি সার্বক্ষণিক আমার স্ত্রীর সংস্পর্শে থেকেছি। কারণ সে অনুপ্রেরণাদায়ী একজন ব্যক্তিত্ব। তার কল্যাণেই জীবন এখন অনেক সহজ হয়ে গেছে। এখন সামনে অনেক নতুন নতুন জিনিস এসে দাঁড়াচ্ছে যেগুলো আমার পক্ষে করা কিংবা মানুষকে বোঝানো সম্ভব নয়। তবে আমি যেটা করবো বলে ঠিক করি, সেটা যেকোন মূল্যে করেই ছাড়ি আমি।’

Advertisement

এসএএস/এমএস