খেলাধুলা

দেশ নাকি পরিবার কোনটা বেছে নিবেন ডেলফ?

ইংলিশ ফুটবলার ফ্যাবিয়ান ডেলফের অবস্থা বর্তমান এমনই। ইংল্যান্ডের হয়ে প্রথমবারের মত বিশ্বকাপে খেলতে যাচ্ছেন তিনি। তার এই উচ্ছ্বাসের মাঝেও আরেকটি আনন্দের খবর এনে দিয়েছেন তার স্ত্রী। বিশ্বকাপ চলাকালীন সময়েই তৃতীয়বারের মত বাবা হচ্ছেন ডেলফ। কিন্তু এটাই উল্টো সমস্যা হয়ে দাঁড়িয়েছে তার জন্য। বিশ্বকাপ ছেড়ে পরিবারের কাছে আসবেন নাকি দেশের হয়ে বিশ্বকাপ খেলবেন এমন দোটানায় বেশ চিন্তিত ম্যান সিটির এই তারকা।

Advertisement

গ্রুপ পর্বের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ বেলজিয়ামের বিপক্ষে লড়তে হবে ২৮ তারিখ। এর দু’দিন পরেই জুনের ৩০ তারিখে তার স্ত্রী নাতালিয়ার সন্তান প্রসবের তারিখ ঠিক করেছে ডাক্তাররা। ঐ দিন থেকেই শুরু হবে বিশ্বকাপের নকআউট রাউন্ড। এ সময়ে দলের সঙ্গেই বিশ্বকাপে থাকতে হবে ডেলফকে।

মাঝে দু দিন বিরতি পাওয়াতে ডেলফ আসলে বুঝতে পারছেন না পরিবারের কাছে ফিরে এসে আবার চলে যাবেন নাকি একবারেই থাকবেন সেখানে। ডেলফের দুটি কন্যা সন্তান রয়েছে। তাই তৃতীয় সন্তানের আগমনে বেজায় খুশি তিনি। ইংলিশ কোচ গ্যারাথ সাউথগেট বলেন, ‘আমরা আসলে নিশ্চিত না যে, সে ২৮ তারিখে তার সামনে সুযোগ রয়েছে পরিবারের কাছে আসার এবং দ্রুত সময়ের মধ্যে ফিরে দলের সঙ্গে যোগ দেওয়ার।’

ডেলফ এ ব্যাপারে বলে, ‘সাউথগেট অসাধারণ একজন কোচ। পরিবারের থেকে আমার কাছে বড় কিছু নেই। পরিবারই আমার কাছে প্রথমে আসবে সবসময়। যদি আমার কাছে ফিরে আসার সুযোগ থাকে তাহলে অবশ্যই সেটা করবো। যদি না থাকে, তাহলে নাতালিয়া কষ্ট পাবে।’

Advertisement

আরআর/এমএস