আগামী এক সপ্তাহের মধ্যে বাজারের সব নকল পণ্য সরিয়ে ফেলা হবে বলে অঙ্গীকার করেছেন পুরান ঢাকার ব্যবসায়ীরা।
Advertisement
বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ওপর মতবিনিময় সভায় কাটারা, চম্পাতলী, সোয়ারীঘাট হেকিম রোডের ব্যবসায়ীরা এ অঙ্গীকার করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ, মনজুর মোহাম্মদ শাহরিয়ার, সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল, রজবী নাহার রজনী ও চম্পাতলী, সোয়ারীঘাট এলাকার বিভিন্ন ব্যবসায়ীরা।
আলোচনা সভায় ব্যবসায়ীরা বিভিন্ন মোবাইল কোর্টের নামে অহেতুক হয়রানি বন্ধ করার দাবি জানান। একইসঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে বাজারের যেসব নকল পণ্য আছে তা সরিয়ে ফেলার অঙ্গীকার করেন।
Advertisement
ব্যবসায়ীরা বলেন, আমরা শান্তিতে ব্যবসা করতে চাই। আমাদের এখানে অনেক ব্যবসায়ী আছে যারা শিক্ষিত নয়। তারা অনেকে আইন-কানুন ভালো বোঝেনও না। তাই আমাদের সময় দিতে হবে।
এসময় ভোক্তা অধিদফতরের পক্ষ থেকে বলা হয়, আইন সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমরা তা বুঝিয়ে দেয়া হবে। প্রয়োজনে ব্যবসায়ীদের নিয়ে বিভিন্ন সভা ও মতবিনিময় করা হবে। তবে সবচেয়ে বড় কথা ব্যবসায়ীদের সচেতন হতে হবে। যারা নকল পণ্য বাজারে সরবরাহ করছে তাদের আপনারা সবাই চেনেন।
ব্যবসায়ীরা এক হয়ে তাদের প্রতিহত করলে তারা ভেজাল ও নকল পণ্য বাজারে সরবরাহ করতে পারবে না। আমাদের প্রত্যাশা আসন্ন ঈদে নকল সেমাই ও নুডলস আপনারা বিক্রি করবেন না। আমরা আজকে সতর্ক করছি এরপরও যদি আপনারা সংশোধন না হোন তাহলে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেবো।
এসআই/বিএ
Advertisement