খেলাধুলা

দলে ফেরা নিয়ে সংশয় কাটেনি আমিরের

পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের দলে ফিরা নিয়ে দেশটির গণমাধ্যম যে খবর প্রকাশ করেছিলো তাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিলো পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড)। কাজেই আমিরের দলে ফিরা নিয়ে যে সংশয় তা এখনো কাটেনি। শুক্রবার পিসিবি’র পক্ষ থেকে গণমাধ্যমকে বলা হয়, ‘আমিরকে দলে নেয়ার কথা এখনো বিবেচনা করা হয়নি।’ প্রসঙ্গত, ২০১০ সালের আগস্টে ইংল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে চতুর্থ টেস্ট চলাকালীন সময় আমিরের বিরুদ্ধে ‘স্পট ফিক্সিং’ এর অভিযোগ আনা হয়। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় সবধরনের ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন এই পেসার। শাস্তি শেষ হওয়ার পর ২০১৫ সালের মার্চে ঘরোয়া ক্রিকেটে ওমর অ্যাসোসিয়েটস ক্লাবের হয়ে ফেরার মাধ্যমে ক্রিকেটে নিজের ‘দ্বিতীয় অধ্যায়’ শুরু করেন আমির। ঘরোয়া ক্রিকেটে দারুণ নৈপুণ্য দেখিয়ে এরই মধ্যে আবার আলোচনায় চলে এসেছেন আমির। কিন্তু পিসিবি এক কর্মকর্তা জানান, ‘ঘরোয়া মৌসুমে আমিরের পারফরমেন্স চমতৎকার। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে প্রথম শ্রেণির ক্রিকেটেও তাকে প্রমাণ করতে হবে।’ এসকেডি/এমএস

Advertisement