খেলাধুলা

বিশ্বকাপের আগে ওমরাহ করলেন পগবা

দরজায় কড়া নারছে রাশিয়া বিশ্বকাপ। এর মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে দলগুলো। গুরুত্বপূর্ণ প্রায় সব খেলোয়াড়ই সেই অনুশীলনে যোগ দিয়েছে। কিন্তু এক দিক দিয়ে সবার থেকে আলাদা ফ্রান্সের ফুটবলার পল পগবা। বিশ্বকাপের আগেই ছুটে গেছেন মক্কায়। সেখানে মুসলিম ধর্মাবলম্বীদের পুণ্যভূমি পবিত্র কাবা শরীফ ওমরাহ করতে যান পগবা।

Advertisement

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে নিজের আইডিতে মক্কায় বসেই একটি ভিডিও পোস্ট করেন পগবা। সেখানে দেখা যায় ২৫ বছর বয়সী এই ম্যানচেস্টার ইউনাইটেড তারকা কাবা শরীফের সামনে থেকে ভিডিওটি ধারণ করেছেন।

ইন্সটাগ্রামে পোস্ট করে সেই ভিডিও বার্তায় ফরাসি তারকা বলেন, ‘নিজেদের আমল ঠিক রাখার জন্য মানুষ এখানে আসেন। এটি একটি সুন্দর জায়গা। সুন্দর সুন্দর সুন্দর! আর এর অনুভূতি আমি বুঝিয়ে বলতে পারব না।’

এর আগে গত বছরেও পবিত্র রমজান মাসে কাবা শরীফ জিয়ারত করেছিলেন পগবা। ফ্রান্সের বিশ্বকাপ যাত্রা শুরু হবে ১৬ই জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। বিশ্বকাপে তাদের গ্রুপের অন্য সদস্যরা হল পেরু ও ডেনমার্ক।

Advertisement

আরআর/জেআইএম