ক্রিকেট বিশ্বকে হতবাক করে দিয়ে বুধবার আকস্মিক অবসর নেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। একপ্রকার হুট করেই দীর্ঘ ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন তিনি। ডি ভিলিয়ার্সের এই আকস্মিক সিদ্ধান্তে বিস্মিত পুরো ক্রিকেট বিশ্ব। এই তালিকা থেকে বাদ যাননি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমও।
Advertisement
ডি ভিলিয়ার্সের সাথে একই দলে খেলার সুযোগ হয়নি মুশফিকের। তবে প্রতিপক্ষ হিসেবে তার বিপক্ষে বেশ কিছু ম্যাচ খেলেছেন মুশফিক। সেসব ম্যাচের অভিজ্ঞতা থেকেই ডি ভিলিয়ার্সকে ক্রিকেট মাঠে মিস করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান।
ডি ভিলিয়ার্সকে সত্যিকারের কিংবদন্তী হিসেবে আখ্যায়িত করেন মুশফিক। তার অবসরে বিস্ময় প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মুশফিক লিখেন, ‘এবি ডি(এবি ডি ভিলিয়ার্স)!!! দুর্দান্ত একজন খেলোয়াড়। একজন সত্যিকারের কিংবদন্তী। তোমাকে মিস করবো বন্ধু!’
২০০৪ সালে টেস্ট ক্রিকেটে, ২০০৫ সালে ওয়ানডে ক্রিকেটে এবং ২০০৬ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ঘটে ডি ভিলিয়ার্সের। অবসর নেয়ার আগে ১১৪টি টেস্ট ম্যাচে ৮৭৬৫, ২২৮টি ওয়ানডে ম্যাচে ৯৫৭৭ এবং ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৬৭২ রান করেছেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে ৪৭টি সেঞ্চুরি বেরিয়েছে তার ব্যাট থেকে।
Advertisement
এসএএস/আরআইপি