প্রবাস

ইতালি ছাত্রলীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে ইতালি ছাত্রলীগ। এ উপলক্ষে সোমবার (২১ মে) বন্দর নগরী নাপলীর জমজম রেস্টুরেন্টে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

Advertisement

বাংলাদেশ ছাত্রলীগ ইতালি শাখার সহ সভাপতি অনিক হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে। সরকারের যুগোপযোগী নীতি গ্রহণে শিক্ষা, কৃষি, বিদ্যুৎসহ প্রতিটি সেক্টর দুর্বার গতিতে এগিয়ে চলছে। দেশ যখন এগিয়ে চলেছে, ঠিক তখনি একটি গোষ্ঠী সরকারকে বেকায়দায় ফেলতে নানামুখী ষড়যন্ত্রে মেতে উঠেছে। এই গোষ্ঠকে ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিন শাহারিয়ার, দফতর সম্পাদক সুমন কাজী, উপ প্রচার সম্পাদক নাঈম হাওলাদার, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহমেদ শরীফ, ক্রীড়া সম্পাদক মামুন ফরাজি, উপ মানবসম্পদ বিষয়ক সম্পাদক সরোয়ার মৃধা, উপ অর্থসম্পাদক নয়ন হাওলাদার, সহ সম্পাদক মো. নাসির, সদস্য মোহাম্মদ ফেরদাউস প্রমূখ।

বক্তারা বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীদের বিভেদ-দ্বন্দ্ব দূরে রেখে একসাথে কাজ করতে হবে। দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবন্ধ হতে হবে। কোনো ষড়যন্ত্র যেন এ দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে না পারে, সেদিকে সকল নেতৃবৃন্দকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

Advertisement

আলোচনা সভা শেষে দেশের সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

এসআর/আরআইপি