খেলাধুলা

৪১ বছর বয়সে অবসরে যাবেন রোনালদো

বয়স ‘মাত্র’ ৩৩। হ্যাঁ, রোনালদোর জন্য বয়স কেবল একটি সংখ্যা মাত্র। দিনের পর দিন পরিশ্রম করে শরীরকে যেভাবে ফিট রেখেছেন ৩৩ বছর বয়সেও, সেটি অনেকের কাছে স্বপ্ন মাত্র। এই বয়সে অনেক ফুটবলারই অবসরের দিন গুণতে থাকেন আর রোনালদো কিনা আরো খেলা চালিয়ে যাওয়ার পক্ষে? স্রেফ জানিয়ে দিলেন, ৪১ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানাবেন তিনি। এর মানে দাঁড়ায়, আরো ৮ বছর তিনি ফুটবল খেলে যাবেন। তিনি নিজেকে শারীরিকদিক দিয়ে ২৩ বছরের যুবক মনে করেন।

Advertisement

সম্প্রতি স্প্যানিশ টেলিভিশনের অনুষ্ঠান এল চিরিংগুইতোতে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘আমার শারীরিক দিক দিয়ে মাত্র ২৩ বছর। এখনো অনেক সময় বাকি রয়েছে। আমি ৪১ বছর বয়স পর্যন্ত খেলে যেতে চাই।’

নানা বাধা বিপত্তি সত্ত্বেও রিয়াল মাদ্রিদেই খুশি রয়েছেন বলে জানিয়েছেন রোনালদো। তিনি বলেন, ‘আমি ভালো এবং খুশি রয়েছি এখানে। আমি কীভাবে অভিযোগ করতে পারি যখন আমরা শনিবারেই আরেকটি ফাইনাল খেলতে যাচ্ছি? সাধারণত মাদ্রিদে আমি অনেক ভালোবাসা পেয়ে থাকি। তবে তারপরও কিছু জিনিস রয়েছে যা আমার ওপর নির্ভর করে না।’

আরআর/পিআর

Advertisement