খেলাধুলা

বিশ্বকাপে কাউকে ভয় পান না হ্যারি কেইন

বিশ্বকাপ আসলেই ইংল্যান্ডের হতাশার খবর শুধু বাড়তেই থাকে। ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের পর বড় মঞ্চে ইংলিশদের হতাশা লক্ষ্যনীয়। বিশ্বকাপে কোনবারই ১৯৬৬ এরপর ফাইনালেই উঠতে পারেনি তারা। কিন্তু এবার তারা দৃঢ় প্রত্যয়ী এক দল। দলে রয়েছে বিশ্বের সেরা লিগে খেলা দুর্দান্ত ফর্মে থাকা কিছু তরুণ ফুটবলার। যাদের নেতা হলেন হ্যারি কেইন। ইংল্যান্ড দলের অধিনায়কের আর্মব্যান্ডটি থাকবে তার হাতেই। অধিনায়ক হওয়ার পর প্রথমবারের মত সাংবাদিকদের মুখোমুখি হয়েই বলে দিলেন, বিশ্বকাপে কাউকে ভয় পান না তিনি।

Advertisement

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেইন বলেন, ‘আমার মনে হয় আমরা কিছুটা ভীত। এটা অনেকটা হয়েছে আমাদের গণমাধ্যম অথবা সমর্থকদের কারণে। এটার কারণেই খেলোয়াড়েরা দ্বিধায় ভোগে। কিন্তু আমি বলতে চাই, আমরা কাউকে ভয় পাই না। আমরা এটা বলছি না যে আমরা জিতবোই কারণ এখানে প্রত্যেকটা দেশই আসবে জিততে। তাই আমাদের সাহসী মনোভাব থাকতে হবে।’

বিশ্বকাপের সেমিফাইনাল কিংবা গ্রুপ পর্ব যেখান থেকেই বাদ হোক না কেন, সমালোচনা আগে থেকেই তৈরি রয়েছে ইংলিশ খেলোয়াড়দের জন্য। কিন্তু তারপরেও সাহস রাখতে হবে বলে মত দিয়েছেন কেইন। ‘আমরা সেমি ফাইনাল থেকে অথবা গ্রুপ পর্ব থেকে বাদ গেলে ফলাফলই একই হবে-আমরা বিশ্বকাপ জিততে পারিনি। তাই আমাদের আলোচনা করতে হবে খেলোয়াড়দের সাথে যাতে করে কেউ ভয় না পায়। যখন আমরা জয়ের কথা বলবো তখন সেখান থেকে জয় নিয়েই মাঠ ছাড়বো আমরা।’

আরআর/জেআইএম

Advertisement