জাতীয়

মাংসের দাম বেশি নেয়ায় বেঙ্গল মিটকে জরিমানা

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মাংস বিক্রি করায় বেঙ্গল মিটকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

Advertisement

বুধবার রাজধানীর ধানমন্ডির ঝিগাতলা এলাকায় বিশেষ অভিযানে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।

অভিযানের তদারকি করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী। সার্বিক সহযোগিতা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-১ ও ১১ এর সদস্যরা।

সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, সিটি কর্পোরেশন রমজান উপলক্ষে মাংসের দাম নির্ধারণ করে দিয়েছে। বেঙ্গল মিট নির্ধারিত দামের চেয়ে ১০০ টাকা বেশি দামে খাসির মাংস বিক্রি করছে। রমজানে প্রতি কেজি খাসির মাংস ৭২০ টাকা নির্ধারণ করা হলেও বেঙ্গল মিট ক্রেতাদের কাছ থেকে নিচ্ছে ৮২০ টাকা। এ অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বেঙ্গল মিট কর্তৃপক্ষকে রমজানে তাদের সব শাখায় নির্ধারিত দামে মাংস বিক্রি করতে নির্দেশ দেয়া হয়। তা না হলে পরবর্তীতে বড় অংকের জরিমানা করা হবে।

Advertisement

এসআই/জেএইচ/জেআইএম