দেশজুড়ে

বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ, দুই পুলিশ আহত

বগুড়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শাহীন মিয়া ওরফে হাজি শাহিন (৪২) নামে এক মাদক ব্যবসায়ী পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এ সময় মাদক ব্যবসায়ীদের গুলিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হলেও তাদের নাম-পরিচয় জানানো হয়নি।

Advertisement

মঙ্গলবার গভীর রাতে বগুড়া শহরের ছিলিমপুর নতুন রাস্তায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় আটক মাদক ব্যবসায়ী হাজি শাহিনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হাজি শাহিন শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্রি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গভীর রাতে ছিলিমপুর এলাকায় একদল মাদক ব্যবসায়ী মিলিত হয়ে ইয়াবা ট্যাবলেট বিলি-বণ্টন করছে- এমন খবরে পুলিশ ঘটনাস্থলে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে পুলিশ রাস্তার পাশ থেকে হাজি শাহিনকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে হাসপাতালে ভর্তি করে। এ সময় পুলিশ হাজি শাহিনের কোমড়ে লুকিয়ে রাখা ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী জানান, বন্দুকযুদ্ধে আহত হাজি শাহিনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ছয়টি মামলা রয়েছে। সে শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্রি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

Advertisement

লিমন বাসার/আরএআর/আরআইপি