রাজশাহী নগরীতে আলাদা অভিযানে গ্রেফতার ৪৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আদালদের নির্দেশে বুধবার বিকেলে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। এর আগে মঙ্গলবার রাতভর নগরজুড়ে অভিযান চালিয়ে নগর পুলিশের বিভিন্ন ইউনিট তাদের গ্রেফতার করে। বুধবার দুপুরের দিকে তাদের বিভিন্ন মামলায় আদালতে নেয়া হয়।
Advertisement
পুলিশ জানায়, অভিযানে বোয়ালিয়া মডেল থানা আটজন, রাজপাড়া থানা নয়জন, চন্দ্রিমা থানা দুইজন, মতিহার থানা ছয়জন, কাটাখালী থানা দুইজন, বেলপুকুর থানা দুইজন, শাহমখদুম থানা একজন, এয়ারপোর্ট থানা একজন, পবা থানা একজন, কাশিয়াডাঙ্গা থানা ছয়জন, কর্ণহার থানা তিনজন, দামকুড়া থানা তিনজন এবং নগর ডিবি পুলিশ একজনকে গ্রেফতার করে।
এদের মধ্যে ১৯ জনই ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া অন্যান্য অপরাধে গ্রেফতার করা হয়েছে ১৯ জনকে। অভিযানে ১০০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, ৩৮ বোতল ফেনসিডিল এবং ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মাদক সম্পৃক্ততায় গ্রেফতার করা হয় নারীসহ ১৩ জনকে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, আইনি প্রক্রিয়া শেষে দুপুরের পর আদালতের মাধমে গ্রেফতার কারাগারে পাঠানো হয়েছে।
Advertisement
ফেরদৌস সিদ্দিকী/আরএআর/আরআইপি