লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার অভ্যান্তরে ভারতীয় ১১৯ বাঁশকাঁটা ছিটমহলে শুক্রবার সন্ধ্যায় দেখা যায় বিজয় দিবসের আনন্দে ঢোল-খোল আর করতালের বাজনার তালে তালে চলছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা । দর্শক এবং খেলোয়াড় যেখানে ছিটবাসী নিজেরাই। দর্শকদের হাততালি আর হৈ-হুল্লরের মধ্যে লাঠির ঠোকা ঠুকিতে অনিন্দ সুন্দর এক দৃশ্যের অবতারণা হয়। লাঠির বিভিন্ন কসরত প্রদর্শন করেন ছিটবাসীর মধ্য থেকে ১৬ সদস্যের একটি দল। পিতা বায়েজ আলীর (৫৫) সাথে ছেলে নুরুজ্জামান (২৫) নেমেছেন লাঠি হাতে। পিতা-পুত্রের এ লাঠির লড়াই দেখে ছিটবাসীর সকল নারী-পুরুষ মেতে উঠেছিল আনন্দ উল্লাসে।১১৯ বাশকাঁটা ছিটমহল সমন্বয় কমিটির সম্পাদক নজরুল ইসলাম জানান, রাত ১২ টায় মশাল ও মোমবাতি প্রজ্বলিত করা হবে। শনিবার সকাল ৭ টায় প্রতি বাড়ি বাড়ি জাতীয় পতাকা উত্তোলন করা হবে ।রবিউল হাসান/এআরএস
Advertisement