২০১২ সাল থেকে বার্সেলোনায় মেসির সঙ্গে খেলে যাচ্ছেন জর্দি আলবা। একসঙ্গে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, কোপা দেল রে, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের মত ট্রফিও। বর্তমান মৌসুমে মেসি-আলবার জুটি ছিল লা লিগার অন্যতম সেরা জুটি। মধুর সম্পর্কটিকে বিশ্বকাপের সময় আর মনে না রাখার ঘোষণা দিয়েছেন স্প্যানিশ লেফট ব্যাক জর্দি আলবা। জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপে মেসি তার বন্ধু নয়।
Advertisement
আর্জেন্টিনার মেসি তার বন্ধু না হলেও তাকে বিশ্বসেরা ফুটবলার বলতে কার্পণ্য করেননি আলবা। ‘মেসি বর্তমানে বিশ্বের সেরা খেলোয়াড়। যদি তার বিপক্ষেই আমাকে খেলতে হয় তাহলে সবাই জানে মাঠে আমার কোন বন্ধু নেই। আমি চাই না কেউ আমাকে হারাক, সে যদি আমার বাবাও হয়। আমাদের ভালো সম্পর্ক রয়েছেন ঠিকই কিন্তু প্রত্যেকই চাইবে নিজের সেরাটা দিতে।’
সদ্যই শেষ হওয়া স্প্যানিশ লিগে মেসিকে দিয়ে ৫টি গোল করিয়েছেন আলবা। তাদের দু’জনের যুগলবন্দী সুয়ারেজের অফ ফর্মেও বার্সাকে দিয়েছে জয়ের সুবাস। মাঠে সবসময়েই মেসিকে বল দেওয়ার চেষ্টা করেন আলবা। ‘আমরা অনুশীলনে একে অপরকে বল দেওয়ার চেষ্টা করি। কিন্তু সত্য বলতে বিপক্ষ দল আমাদেরকে জানে এজন্য তাদেরকে চমকে দেওয়াটা কঠিন। আমি যখনই বল পাই তখন মেসিকেই দেওয়ার চেষ্টা করি।’
আরআর/জেআইএম
Advertisement