জাতীয়

৩১ জুলাই ২০১৫ : একনজরে সারাদিনের খবর

ছিটমহলবাসীর জন্য শিগগিরই উন্নয়ন প্রকল্প : পরিকল্পনামন্ত্রীভারত ও বাংলাদেশের ছিটমহলবাসিন্দারা শুক্রবার মধ্যরাত থেকে স্বাধীন দেশের নাগরিকের পূর্ণ মর্যাদা পেতে যাওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। একই সঙ্গে ছিটমহলবাসীর জন্য প্রকল্প হাতে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।সিভিল অ্যাভিয়েশনের প্রধান কার্যালয় নির্মাণে অনিয়ম ও ধীরগতি অনিয়ম ও অব্যবস্থাপনার কবলে পড়েছে সিভিল অ্যাভিয়েশনের প্রধান কার্যালয়ের নির্মাণ কাজ। নির্ধারিত সময় শেষে ২টি বেজমেন্টসহ ১০ তলা ভবনের ৫০ শতাংশ নির্মাণ কাজও শেষ হয়নি। নির্মাণকারী প্রতিষ্ঠান ‘তমা কন্সট্রাকশন’ এমন শর্ত ভঙ্গ করলেও চুপ রয়েছেন সিভিল অ্যাভিয়েশনের প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন শুরু হয়েছে : আইনমন্ত্রী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, কয়েক বছর আগেও দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ না থাকার কারণে মানুষ মঙ্গায় অনাহারে মারা গেছে, কিন্তু বর্তমানে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।শাহজালালে যাত্রীর পেটে ৩৫ লাখ টাকার স্বর্ণ হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পেটের ভেতর থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করেছেন বিমানবন্দর কাস্টমস হাউজ। এগুলোর বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা। শুক্রবার সকালে দুবাই থেকে আসা কাজী রফিকুল ইসলাম (৩৬) নামে ওই যাত্রীর পেট থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। তার বাড়ি বরিশালের আগাইলঝরা।১৬২ ছিটমহলের নামের তালিকা আজকের দিনের পর থেকে ছিটমহল নামে খাকবে না কোনো জনপদ। ঘড়ির কাঁটা রাত ১২টা পার হওয়ার সঙ্গে সঙ্গে কার্যকর হবে ছিটমহল বিনিময়। বাংলাদেশের ভেতরে থাকা ১৭ হাজার ১৬০ দশমিক ৬৩ একর আয়তনের ভারতের ১১১টি ছিটমহল হবে বাংলাদেশের। অন্যদিকে, ভারতের মধ্যে থাকা সাত হাজার ১১০ দশমিক শূন্য দুই একর আয়তনের বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের হয়ে যাবে। শেখ হাসিনাকে বার বার ক্ষমতায় আনতে হবে : জয়প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। তাই শেখ হাসিনাকে বার বার ক্ষমতায় আনতে হবে। নির্বাচন যদিও অনেক দেরি আছে তারপরও, আপনার এখন থেকেই বন্ধুবান্ধব, অত্মীয় স্বজন সবাইকে সরকারের উন্নয়নের কথা বলবেন।জাবি শিক্ষকদের চাকরির বয়স ৬৭ থেকে ৬৫ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বয়স ৬৭ করার সিদ্ধান্ত বাতিল করে ৬৫ তেই ফিরে গেছে কর্তৃপক্ষ। এর আগে গত বছর শিক্ষদের অবসর গ্রহণের বয়সসীমা ৬৭ করার সিদ্ধান্ত গ্রহন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।ভগ্নাংশটি নিখোঁজ বিমান এমএইচ-৩৭০-এরই : আত্মবিশ্বাস বিশেষজ্ঞের ভারত মহাসাগরের একটি ক্ষুদ্র দ্বীপ থেকে প্রাপ্ত বিমানের ভগ্নাংশ যে এমএইচ-৩৭০-এরই- এ ব্যাপারে তাদের আত্মবিশ্বাস বাড়ছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার তল্লাশী কর্তৃপক্ষ। শুক্রবার তারা এ কথা জানিয়েছে। একই সঙ্গে বিমানের ভগ্নাংশটির সনাক্তকরণ ২৪ ঘন্টার মধ্যে করা সম্ভব হবেও জানিয়েছে তারা।মোটা ব্যক্তির পাশে সিট দেয়ায় বিমান কোম্পানির বিরুদ্ধে মামলা ইত্তিহাদ এয়ারওয়েজের একটি বিমানে এক মোটা ও অসুস্থ লোকের পাশে বসে বিপত্তিতে পড়েছেন বলে অভিযোগ করেছেন অস্ট্রেলিয়ান এক নাগরিক। শুধু অভিযোগ করেই শান্ত না হয়ে ওই বিমান কোম্পানি ইত্তিহাদের বিরুদ্ধে মামলাও ঠুকে দিয়েছেন তিনি।দ্বিতীয় দিনের খেলা পরিত্যাক্তবৃষ্টির কারণে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকাল থেকে মুষলধারে বৃষ্টির কারণে দুই আম্পায়ার রিচার্ড ক্যাটেলবোরহ এবং পল রেইফেল বেলা ১২টা ১০ মিনিটে মাঠ পরিদর্শন করে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।আরএস/পিআর

Advertisement