রাজনীতি

‘কোনো সন্ত্রাসী দলের জন্য দেশের ভাবমূর্তি নষ্ট হবে না’

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, হরতাল অবরোধের নামে যারা মানুষ পুড়িয়ে মেরেছে তারা সন্ত্রাসী দল হিসেবেই বিবেচিত হবে। বিএনপির মত সন্ত্রাসী দলের জন্য দেশের ভাবমুর্তি নষ্ট হয় না।

Advertisement

`কানাডার একটি আদালত বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করেছে। এর ফলে বাংলাদেশের ভাবমুর্তি নষ্ট হবে কি না’- জানতে চাইলে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘অবশ্যই কানাডার আদালত যথেষ্ট তথ্য উপাত্তের ওপর ভিত্তি করে এ সিদ্ধান্তে এসেছে।’

বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনোইট প্রিফনটেইনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

Advertisement

তিনি বলেন, ‘কানাডার একটি আদালত আগেও বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যায়িত করেছিল। এবার আবার তারা বিএনপিকে সন্ত্রাসী দল বলেছে।’

তিনি আরও বলেন, ‘২০১৩ সালে হরতাল-অবরোধের নামে বিএনপি মানুষ হত্যা, অগ্নি সংযোগ ও আগুন সন্ত্রাস করেছিল। তারা ২০১৪ সালে নির্বাচন বানচাল করার জন্য ২৪ জন পুলিশ সদস্যকে হত্যা এবং ৫০০ পুলিং বুথ পুড়িয়ে দিয়েছিল। হত্যা করেছিল ৪ জন প্রিডাইজিং অফিসারকে- এসব সংবাদ তো বিদেশেও গেছে। এ হিসেবেই কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করেছে। এটা আমার ব্যক্তিগত অভিমত।’

মন্ত্রী বলেন, `২০১৫ সালে বিএনপি-জামাত জোট হরতাল-অবরোধের নামে ৯৩ দিন নৈরাজ্য করেছিল, অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা করেছিল। যারা এসব করে তারা সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হবে এটাই স্বাভাবিক। এর জন্য দেশের ভাবমুর্তী ক্ষুণ্ণ হওয়ার কোনো সম্ভাবনা নেই।

মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের অধীনেই যথা সময়ে সংবিধান অনুযায়ী অংশগ্রহণমূলক নির্বাচন হবে। জ্বালাও-পোড়াও করে কোনো লাভ হবে না। সুতরাং বিএনপির এখন উচিত হবে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নেয়া।’

Advertisement

এমইউএইচ/এমএমজেড/জেআইএম