আন্তর্জাতিক

কৃষ্ণাঙ্গ নারীকে গভর্নর পদে মনোনয়ন যুক্তরাষ্ট্রের

সাবেক আইন প্রণেতা ও লেখিকা স্টেসি আব্রামস (৪৪) জর্জিয়ার ডেমোক্রেটিক পার্টি থেকে গভর্নর পদের জন্য মার্কিন ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে মনোনয়ন পেয়েছেন। যুক্তরাষ্ট্রে এ ধরনের ঘটনা এই প্রথম যেখানে একজন আফ্রিকান-আমেরিকান নারী মনোনয়ন পেলেন। খবর বিবিসি।

Advertisement

নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনে লে. গভ. ক্যাসি কেগেল অথবা সেক্রেটারি অব স্টেট ব্রায়ান কেম্পের বিরুদ্ধে লড়তে হবে। এরা উভয়ই রিপাবলিকান পার্টির মনোনয়নের জন্য লড়ছেন।

আরেকজন সাবেক রাজ্য প্রতিনিধি স্টেসি ইভানসকে তিন-চতুর্থাংশ ভোটে পরাজিত করে আব্রাহাম জর্জিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে মনোনয়ন পান।

কঠোর রক্ষণশীল বলে পরিচিত এই রাজ্যে তিনি নির্বাচিত হলে তিনিই হবেন প্রথম নারী যিনি জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় থেকে জর্জিয়া রাজ্যের নেতৃত্ব দেবেন। ডেমোক্রেট পার্টির কাছে স্টেসি উদীয়মান তারকা হিসেবে পরিচিত।

Advertisement

যুক্তরাষ্ট্রে বর্তমান ৬ জন নারী গভর্নর রয়েছেন যার মধ্যে ডেমোক্রেটের দুইজন এবং রিপাবলিকান থেকে চারজন।

এসআর/টিটিএন/এমএস