ক্যাম্পাস

অবরোধ তুলে নিয়েছেন জাবি শিক্ষকরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন অবরোধ কর্মসূচি তুলে নিয়েছেন শিক্ষক সমিতির নেতাকর্মী ও শিক্ষকরা। শুক্রবার বিকেল ৫টার দিকে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের আশ্বাসে তারা এ অবরোধ তুলে নেন।পূর্ব-ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার দুপুর আড়াইটা থেকে সিনেট অধিবেশন অবরোধ কর্মসূচি শুরু করেন শিক্ষকরা।এ সম্পর্কে জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক খবির উদ্দিন বলেন, ‘গত বছরের সিদ্ধান্ত অনুযায়ী ৬৫ বছর চাকরির পর যে সব শিক্ষক চাকরিতে ছিলেন, তাদের একটা সম্মানজনক পেশাগত সুবিধা দেওয়ার আশ্বাস উপাচার্যের পক্ষ থেকে দেওয়ায় আমরা আমাদের অবরোধ তুলে নিয়েছি’।হাফিজুর রহমান/একে/পিআর

Advertisement