দেশজুড়ে

শিক্ষক-কর্মচারীদের জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তির দাবি

সরকারি কর্মচারীদের যেদিন থেকে জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করা হবে সেদিন থেকেই বেসরকারি স্কুল-কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের জাতীয় স্কেলে অন্তর্ভুক্তির দাবি জানানো হয়েছে। বরিশালে জাতীয় শিক্ষক-কর্মচারী ঐক্য ফ্রন্টের এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান ফ্রন্টের বিভাগীয় আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল।শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সদর রোড সংলগ্ন সিটি কলেজে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যাপক হাবুল বলেন, আগামী ৩ আগস্ট মন্ত্রী পরিষদ সভায় সরকারি চাকরিজীবীদের জাতীয় বেতন স্কেলের সুপারিশমালা অনুমোদন দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে শিক্ষক-কর্মচারদের অন্তর্ভুক্ত করেই পে-স্কেল অনুমোদন দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফ্রন্টের যুগ্ন আহ্বায়ক মজিবুর রহমান, অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু ও অধ্যক্ষ মো. হানিফ প্রমুখ।সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবি আদায়ে আগামীকাল শনিবার সকাল ১০টায় অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ এবং পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর দফতরে স্মারকলিপি প্রদান করা হবে।সাইফ আমীন/এআরএ/পিআর

Advertisement