খেলাধুলা

পিঠের ব্যথায় দোয়া চাইলেন তাসকিন

আফগানিস্তানের বিপক্ষে ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি বাংলাদেশের ডানহাতি পেসার তাসকিন আহমেদের। ফিটনেসজনিত সমস্যার কারণ দেখিয়েই তাকে বাদ দিয়েছেন নির্বাচকরা। এবার সেই ফিটনেসের আরও অবনতি ঘটে প্রচণ্ড পিঠের ব্যথায় ভুগছেন ডানহাতি এই পেসার।

Advertisement

১৫ সদস্যের স্কোয়াডে জায়গা না পেলেও বাংলাদেশ দলের ফিটনেস ক্যাম্পে ছিলেন তাসকিন। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে বোলিং শুরু করার মূহুর্তেই অনুভব করেন পিঠের ব্যথা। যা কিনা তাকে আটকে দিয়ে বিছানার সাথে। গত ২-৩ দিন ধরেই এই ব্যথায় আক্রান্ত ২৩ বছর বয়সী এই পেসার।

মঙ্গলবার ব্যথার সাথে লড়াই করে আর না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভক্তদের সাথে নিজের ব্যথার কথা শেয়ার করেন এই তারকা পেসার। নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাসে তিনি লিখেন, ‘এমন পিঠের ব্যথা যে বিছানা থেকেও নামতে পারতেছি না। সবাই দয়া করে আমার দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করবেন।’

এসময় তার এক ভক্ত ব্যথা কিভাবে পেলেন জানতে চাইলে তাসকিন জানান, ‘ফিটনেস ক্যাম্পে সব পাশ করে যখন বোলিং শুরু করলাম, তখন থেকেই কোমড় নড়ে না। ২ দিন হয়েছে।’

Advertisement

এসএএস/জেআইএম