দেশজুড়ে

রমজানে বেনাপোল বন্দর ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ

আমদানি পণ্যের বাজার সহনশীল রাখতে বেনাপোল স্থলবন্দর ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে বেনাপোল কাস্টমস হাউজ। তবে ইফতার ও সেহরির সময় মুসলিম সম্প্রদায়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি থাকছে। এ সময় অমুসলিম সম্প্রদায়ের কর্মকর্তা-কর্মচারীদের অফিস সচল রাখতে কথা বলা হয়েছে। সোমবার থেকে এ আদেশ কার্যকর করা হয়েছে।

Advertisement

বেনাপোল কাস্টমস কমিশনার মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী স্বাক্ষরিত চিঠি বন্দরে বাণিজ্যের সঙ্গে সংশিষ্ট বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, আমদানি পণ্য দ্রুত বাজারজাত করতে গত বছর থেকে বেনাপোল বন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে সপ্তাহে সাতদিনে ২৪ ঘণ্টা বাণিজ্য শুরু হয়। কিছুদিন এভাবে চলার পর বিভিন্ন প্রতিবন্ধকতায় তা বন্ধ হয়ে যায়। বর্তমানে এ বন্দরে সপ্তাহের ছয়দিন ২৪ ঘণ্টা বাণিজ্য সচল রয়েছে। বিশেষ সরকারি ছুটির দিন আমদানি-রফতানি বন্ধ থাকছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় দেশের স্থলপথে আমদানিকারকদের ৭৫ শতাংশ পণ্য বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি হয়। মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে একটি পণ্যবাহী ট্রাক ভারতের বাণিজ্যিক শহর কলকাতা থেকে রওনা হয়ে বেনাপোল বন্দরে পৌঁছায়। তেমনি প্রায় একই সময়ে বেনাপোল বন্দর থেকে রফতানি পণ্য নিয়ে ট্রাক পৌঁছায় কলকাতায়। কম সময় ও অর্থ সাশ্রয়ের কারণে ব্যবসায়ীদের এ পথে বাণিজ্যে আগ্রহ বেশি। প্রতিবছর এ বন্দর থেকে সরকার প্রায় ৮ হাজার কোটি টাকা রাজস্ব আহরণ করছে।

Advertisement

সকালে বেনাপোল বন্দর ঘুরে দেখা গেছে, রোজার মধ্যেও ভারত থেকে পেঁয়াজ, চাল, মাছসহ বিভিন্ন খাদ্যদ্রব্য প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে। পরে এসব পণ্য খালাস শেষে তা দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হচ্ছে। এছাড়া শিল্প-কারখানায় উৎপাদন কাজে প্রয়োজনীয় কাঁচামালের আমদানিও স্বাভাবিক রয়েছে।

বেনাপোল কাস্টমস কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, রমজানে ভারত থেকে পচনশীল পণ্য বেশি পরিমাণ আসছে। বেনাপোল বন্দর থেকে পচনশীল পণ্য দ্রুত খালাস করতে বন্দর ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (প্রশাসন) রেজাউল করিম জানান, রমজানে দ্রুত পণ্য খালাসে সংশ্লিষ্ট সব বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে। তিন স্তরের নিরাপত্তায় জোরদার করা হয়েছে বন্দর এলাকায়। পচনশীল পণ্য দ্রুত বন্দর এলাকা থেকে খালাস করে নিতে বলা হয়েছে আমদানিকারকদের।

জামাল হোসেন/আরএআর/জেআইএম

Advertisement