সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজনকে পৈশাচিক নির্যাতন করে হত্যার স্থানে প্রতিবাদী স্তম্ভ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। আর এই প্রতিবাদী স্তম্ভ নির্মাণের জন্য ইতোমধ্যেই সিলেটের সংরক্ষিত আসনের নারী সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী দুই লাখ টাকা বরাদ্দের জন্য জাতীয় সংসদে ডিও লেটার দিয়েছেন।এ ব্যাপারে কেয়া চৌধুরী বলেন, `রাজনকে হত্যার পর দেশে-বিদেশে মানুষ প্রতিবাদ করছে। এই স্পিরিটটা আমরা ধরে রাখতে চাই, যাতে আর একটি শিশু-কিশোরও নির্যাতিত না হয়। সে লক্ষ্যেই রাজন হত্যার স্থানে প্রতিবাদী স্তম্ভ নির্মাণে ডিও লেটার দিয়ে দুই লাখ টাকা বরাদ্দের দাবি জানিয়েছি।`প্রসঙ্গত, গত ৮ জুলাই শহরতলির কুমারগাঁও এলাকায় বর্বরোচিত নির্যাতনের মাধ্যমে রাজনকে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। আর এ মামলায় এজাহারভুক্ত সকল আসামিসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে আটজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।ছামির মাহমুদ/এআরএ/পিআর
Advertisement