অনিয়ম ও অব্যবস্থাপনার কবলে পড়েছে সিভিল অ্যাভিয়েশনের প্রধান কার্যালয়ের নির্মাণ কাজ। নির্ধারিত সময় শেষে ২টি বেজমেন্টসহ ১০ তলা ভবনের ৫০ শতাংশ নির্মাণ কাজও শেষ হয়নি। নির্মাণকারী প্রতিষ্ঠান ‘তমা কন্সট্রাকশন’ এমন শর্ত ভঙ্গ করলেও চুপ রয়েছেন সিভিল অ্যাভিয়েশনের প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।খোঁজ নিয়ে জানা যায়, তহবিল সমস্যা না থাকলেও অনিয়ম আর অব্যবস্থাপনার কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে নির্মাণ কাজ। অথচ খরচের আগেই প্রকল্প ব্যয় তুলে নিচ্ছে নির্মাণ কাজ পাওয়া প্রতিষ্ঠান তমা কন্সট্রাকশন লিমিটেড।এ ব্যাপারে নির্মাণ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান তারেক হাসান অ্যাসোসিয়েট-এর কর্ণধারকে একাধিকবার ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।এদিকে তমা কন্সট্রাকশন লিমিটেডের প্রকৌশলী ও নির্মাণ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর জাগো নিউজকে জানান, সিভিল অ্যাভিয়েশনের প্রধান কার্যালয় নির্মাণ কাজটির মূল্য একশ চব্বিশ কোটি ষোল লাখ ঊননব্বই হাজার আটশ সত্তর (১২৪,১৬,৮৯,৮৭০/) টাকা।২০১৩ সালের ২৭ মে শুরু করা নির্মাণ কাজটি শেষ করার কথা ছিল ২৭ নভেম্বর ২০১৫। উক্ত হিসেব মতে, সময় হাতে আছে আর মাত্র চার মাসেরও কম।এ বিষয়ে প্রকোশলী জাহাঙ্গীর বলেন, বিগত ২০১৪ এবং ২০১৫ সালে বর্ষার সময়ে ঠিকভাবে কাজ করা যায়নি। বর্ষা কিছু সময় নিয়েছে।তবে কি কারণে নির্ধারিত সময়ে নির্মাণ কাজ সম্পন্ন করা যাচ্ছে না -এ প্রশ্নের জবাব খুঁজতে সিভিল অ্যাভিয়েশনের প্রধান প্রকৌশলী এস বি গোস্বামির মোবাইল নম্বরে একাধিকবার যোগযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।আরএম/আরএস/একে/পিআর
Advertisement