২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে জোট শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) অগ্রণী ভূমিকা দেখতে চায় বিএনপি। সোমবার গুলশানের ইম্যানুয়েলস নিউ হলে ইফতারপূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এই প্রত্যাশার কথা ব্যক্ত করেন। জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই ইফতার মাহফিলের আয়োজন করে দলটি।
Advertisement
প্রধানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার ফিরিয়ে আনা, সম্প্রসারণবাদ ও আধিপত্যবাদ থেকে দেশকে রক্ষা করতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন শুরু করেছিলেন শফিউল আলম প্রধান। আশা করি, আগামীদিনেও জাগপা সেই আন্দোলনের ধারাবাহিকতাকে ধারণ করে বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সব গণতান্ত্রিক আন্দোলনে আগের মতোই অগ্রণী ভূমিকা পালন করবে।
জাগপা সভাপতি অধ্যাপিকা রেহেনা প্রধানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, জামায়াত নেতা আব্দুল হালিম, জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হায়দার, বিজেপির আব্দুল মতিন সাউদ, জাগপার খন্দকার লুৎফর রহমান, তাসমিয়া প্রধান, বাংলাদেশ ন্যাপের জেবেল রহমান গাণি প্রমুখ।
কেএইচ/জেডএ/বিএ
Advertisement