খেলাধুলা

অ্যাটলেটিকোর কোচ হবেন তোরেস?

রোববার ঘরের মাঠে নিজেদের শেষ লা লিগা ম্যাচে এইবারের মুখোমুখি হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। তাদের লিগে দ্বিতীয় হওয়া নিশ্চিত হয়েছিলো আগেই। তাই ম্যাচটি কেবল ছিলো মৌসুম শেষের আনুষ্ঠানিকতা। কিন্তু এই আনুষ্ঠানিকতাকে ছাপিয়ে ম্যাচটি হয়ে ওঠে অ্যাটলেটিকোর ঘরের ছেলে ফার্নান্দো তোরেসের বিদায়ী ম্যাচ।

Advertisement

ম্যাচের শুরুতেই এইবার এগিয়ে যায়। তখনই যেন নিজের বিদায়ী ম্যাচকে রাঙিয়ে নেয়ার পণ করলেন তোরেস। ম্যাচের ৪২ ও ৬০ তম ম্যাচে দুইটি গোল করে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন এই স্প্যানিশ। তবে তাতে শেষ রক্ষা হয়নি। এইবার শেষ দিকে আরেকটি গোল শোধ করে দেয়ায় ওয়ান্ডা মেট্রোপলিটানোতে ম্যাচটি শেষ হয় ২-২ গোলের সমতায়। তাই ব্যক্তিগতভাবে দারুণ হলেও দলগতভাবে শেষটা মনমতো হয়নি তোরেসের।

এদিকে শেষ ম্যাচে একটি পরোক্ষ প্রস্তাবও পেয়ে গেলেন তোরেস। তাকে নিজের সহকারী বানানোর ইঙ্গিত দিয়ে রাখলেন অ্যাটলেটিকো কোচ ডিয়াগো সিমিওনে। তিনি বলেন, ‘আমাদের আবার দেখা হতে পারে। ফুটবল জীবন খুবই দীর্ঘ। ক্যালদেরনে তাঁর এমনভাবে প্রত্যাবর্তন হয়েছিলো যা আগে কখনো দেখা যায়নি। তাঁর বিদায়টাও হলো একইভাবে। তাঁর আদর্শ হলো নিজের জায়গার জন্যে লড়াই করে যাওয়া, যেটা সে তাঁর পুরো ক্যারিয়ারেই করেছে।’

এছাড়া দলের তারকা অ্যান্টোয়াইন গ্রিজম্যানের বার্সাকে ঘিরে গুজব নিয়েও মুখ খুলেছেন এ আর্জেন্টাইন। ফরাসি এ তারকা মাঠে প্রবেশের সময় ঘরের দর্শকদের দুয়ো শুনেছেন। এ নিয়ে সিমিওনে বলেন, ‘তার (গ্রিজম্যান) জন্যে আমাদের সবসময় সমর্থন রয়েছে। আমরা তাকে ভালোবাসি এবং আমরা জানি সে যদি এখানে থাকে তাহলে আমরা আরো প্রতিযোগিতাপূর্ণ অবস্থানে যেতে পারবো। সমালোচনা সবসময়ই ছিলো এবং থাকবে।’

Advertisement

এর পাশাপাশি অ্যাটলেটিকোর এ মৌসুমের পারফরম্যান্স নিয়েও কথা বলেন সিমিওনে। এবার লিগে দ্বিতীয় হওয়ার পাশাপাশি ইউরোপা লিগ জিতে নিয়েছে মাদ্রিদের এই ক্লাবটি। সিমিওনে বলেন, ‘আমরা সবসময় ইতিবাচক চিন্তা করি এবং সবকিছুতে আশাবাদি থাকি। আমরা অনেক সমস্যা থাকা সত্ত্বেও চমৎকার একটি মৌসুম শেষ করেছি যা আমাদের উন্নতি, উদ্যম এবং প্রতিযোগিতায় টিকে থাকার মানসিকতা প্রকাশ করে।’

ডিকেটি/এমএমআর/জেআইএম