হবিগঞ্জে গরুর খড় খাওয়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। এ ঘটনায় হাসপাতাল থেকে ১৩ জনকে আটক করেছে পুলিশ।
Advertisement
সোমবার সকালে সদর উপজেলার হুরগাঁও গ্রামে সংঘর্ষে এ ঘটনা ঘটে।
আহতদের সদর আধুনিক হাসপাতাল, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
পুলিশ জানায়, সকালে সদর উপজেলার হুরগাঁও গ্রামের আয়াত আলীর ধানের খড় খায় একই গ্রামের শামীম মিয়ার গরু। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সকাল ৮টার দিকে উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। আহতরা হাসপাতালে ভর্তি হলে সদর আধুনিক হাসপাতালে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে পুলিশ। এদিকে গ্রেফতার আতঙ্কে অন্য আহতরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে। অনেকেই চলে গেছে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
Advertisement
সদর থানার এসআই আব্দুর রহিম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএ/পিআর