আন্তর্জাতিক

ভগ্নাংশটি নিখোঁজ বিমান এমএইচ-৩৭০-এরই : আত্মবিশ্বাস বিশেষজ্ঞের

ভারত মহাসাগরের একটি ক্ষুদ্র দ্বীপ থেকে প্রাপ্ত বিমানের ভগ্নাংশ যে এমএইচ-৩৭০-এরই- এ ব্যাপারে তাদের আত্মবিশ্বাস বাড়ছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার তল্লাশী কর্তৃপক্ষ। শুক্রবার তারা এ কথা জানিয়েছে। একই সঙ্গে বিমানের ভগ্নাংশটির সনাক্তকরণ ২৪ ঘন্টার মধ্যে করা সম্ভব হবেও জানিয়েছে তারা।অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোর প্রধান কমিশনার মার্টিন ডোলান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এই ভগ্নাংশটি যে এমএইচ-৩৭০ বিমা‡নরই -এ ব্যাপারে আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে।তিনি আরো বলেন, আমরা আমাদের ফরাসী ও মালয়েশীয় সহকর্মীদের নিয়ে প্রাপ্ত সকল তথ্য বিশ্লেষণ করে যাচ্ছি। আমরা এখনও এ ব্যাপারে সম্পূর্ণভাবে নিশ্চিত হতে পারিনি। তবে আমরা আশা করছি যে অল্প সময়ের মধ্যেই আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে পারব। আমরা আশা করছি, পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই এটা সম্ভব হবে।আরএস/পিআর

Advertisement