প্রবাস

ইতালিতে নোয়াখালী বাংকার সমিতির উদ্যোগে ইফতার

ইতালিতে রমজান উপলক্ষে রাজধানী রোমে বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৮টায় তরপিনাত্তারার একটি মসজিদে ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোম বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার।

Advertisement

রাষ্ট্রদূত বলেন, রমজান সংযমের মাস তাই এই মাসে আল্লাহর নৈকট্য লাভের জন্য ইফতার অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো ও সুস্থ রাখুন। এ সময় বাংকার সমিতির উপদেষ্টা আর্মী বাবুল, একে আজাদ, মো. ওমর ফারুক, মিয়া সিদ্দীক, সভাপতি মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক সুমন মিয়া, সহ-সভাপতি আবুল এহসান মিনু, মো. লিটন, হারুনুর রসিদ, জসিম উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক নুরুল আমিন, মো. জামাল, মো. আব্দুর রহিম, সদস্য রহমতুল্লাহ মহসিন, আলহাজ আব্দুল ওহাব, প্রচার সম্পাদক সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে সর্বো ইউরোপ আ.লীগ সহ-সভাপতি কে এম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া, ইতালি আ.লীগ সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহ-সভাপতি আব্দুর রব ফকির, বিএনপি নেতা আবুল কালামসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন ইফতার মাহফিলে।

সংগঠনের সভাপতি মো. ইব্রাহীম, সাধারণ সম্পাদক সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক সিরাজুল হক জামালের আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগ, ইতালী বিএনপি, বাংলাদেশ সমিতি, বৃহত্তর নোয়াখালী সমিতি, বৃহত্তর চট্টগ্রাম সমিতি ইতালী, বৃহত্তর কুমিল্লা সমিতি, বাংলাদেশ বাংকার সমিতি রোম, বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতি ইতালী, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি, বেগমগঞ্জ ওয়েল ফেয়ার সমিতি, নোয়াখালী জেলা সমিতি, ফেনী জেলা সমিতি, ইউরো সেনবাগ সমিতি ও সাংবাদিক সংগঠনের নেতারা।

Advertisement

এছাড়াও উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতির উপদেষ্টা ওমর ফারুক, মিয়া সিদ্দিক, জহিরুল হক (আরমি), এ কে আজাদ, স্থায়ী সদস্য আলহাজ আব্দুল ওয়াহাব, রহমত উল্লাহ মহসিন, খোরশেদ আলম, সমন্বয়কারী আলমগীর কবির, আব্দুল মজিদ বাবুল, মোশারফ হোসেন আরজু, সহ-সভাপতি আবুল এহসান মিনু, হারুনুর রশিদ, জসিম উদ্দিন, নুর কবির, মো. লিটন, রফিক উল্লাহ, যুগ্ম সাধারন সম্পাদক নুরুল আমিন, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পারভেজ, ওমর ফারুব পিন্টু, আব্দুল হান্নান, খোরশেদ আলম ভূইয়া, ওয়ালি উল্লাহ, আলী মোহন, নুর ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক মো. তাজুল ইসলাম শ্যামল, আব্দুর রহিম, আরিফ মিয়া, রুহুল আমিন, এম.ডি সুজন, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক সোহেল রানা।

পরে মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে সমগ্র মুসলিম উম্মাহর জন্য শান্তি কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানের আয়োজকদের সাধারণ সম্পাদক সুমন মিয়া আগত অতিথিদের উপস্থিতির জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

এমঅারএম

Advertisement