দেশজুড়ে

গাজীপুরে ৪ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

গাজীপুরের বেলাই বিলে অভিযান চালিয়ে ৪ লাখ টাকার ৮৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে তা জনসম্মুখে প্রকাশ্যে ধ্বংস এবং একজনকে জরিমানা করা হয়।গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যজিত রায় দাশ জানান, শুক্রবার দুপুরে বাড়িয়া ইউনিয়নের বেলাই বিলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই বিল থেকে ৪ লাখ টাকা মূল্যের ৮৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৩ ধারা লঙ্ঘনের অপরাধে আব্দুস সামাদের ছেলে মারফতকে এক হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানকালে গাজীপুর সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে গাজীপুর জেলার ভারপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন বলেন, বেলাই বিলের মৎস্য সম্পদ রক্ষার্থে কারেন্ট জাল ও ভুবন জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।                    আমিনুল ইসলাম/এআরএ/পিআর

Advertisement