আন্তর্জাতিক

আন্তর্জাতিক আইনে ফিলিস্তিন-কাশ্মির সঙ্কটের সমাধান চায় পাকিস্তান

আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ফিলিস্তিন ও কাশ্মির সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব তাহমিনা জানজুয়া। রোববার তিনি বলেছেন, ফিলিস্তিন ও কাশ্মিরের জনগণ নির্যাতিত এবং উভয় অঞ্চলের অবস্থা একই।

Advertisement

এ অবস্থায় আন্তর্জাতিক আইনের ভিত্তিতে কাশ্মির ও ফিলিস্তিন সমস্যা সমাধানে সবার এগিয়ে আসা উচিত। পবিত্র বায়তুল মুকাদ্দাসে ইসরাইলি দূতাবাস স্থানান্তরের নিন্দা জানিয়ে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন। বর্তমান পরিস্থিতিতে বিশ্বের সব মুসলমানের মধ্যে ঐক্য জরুরি বলে তিনি মন্তব্য করেন।

তাহমিনা জানজুয়া বলেন, মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে মুসলিম বিশ্বের বেশিরভাগ সমস্যার ইতি ঘটবে।

এর আগে শনিবার জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মালিহা লোধি জাতিসংঘে বলেছেন, ফিলিস্তিন ও কাশ্মির সমস্যার সমাধান না হলে কখনো শান্তি আসবে না। ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে শান্তি আসে না বলে তিনি ঘোষণা করেন।

Advertisement

মালিহা লোধি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। তিনি ন্যায়ের ভিত্তিতে কাজ করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান। পার্সট্যুডে।

এসআইএস/পিআর