আন্তর্জাতিক

বোকো হারামের বিরুদ্ধে যুদ্ধে আঞ্চলিক বাহিনী প্রধানের নাম ঘোষণা

বোকো হারাম জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে বহুজাতিক বাহিনীর নতুন প্রধানের নাম ঘোষণা করেছে নাইজেরিয়া। এর আগে দেশটির বিদায়ী প্রতিরক্ষা প্রধান হুঁশিয়ারি উচ্চারণ করেন, তাদের সামরিক বাহিনীর তহবিলের এবং প্রয়োজনীয় সরঞ্জামাদির ঘাটতি রয়েছে।ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে একটি শক্তিশালী আঞ্চলিক জোট গঠনের লক্ষ্যে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির ক্যামেরুনে অবস্থানের সময় বহুজাতিক বাহিনীর নতুন প্রধানের নাম ঘোষণা করা হলো। এদিকে নাইজেরিয়ার সামরিক বাহিনী বলেছে, একটি জঙ্গি সংগঠনের হাতে জিম্মি থাকা বেশ কয়েকজন লোককে উদ্ধার করা হয়েছে।আবুজা বৃহস্পতিবার ঘোষণা করেছে, মেজর জেনারেল লিয়া আব্বাহ পাঁচ-জাতির জয়েন্ট টাস্ক ফোর্সের প্রধান হবেন। এর আগে তেলসমৃদ্ধ নাইজার ডেলটায় সামরিক অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন তিনি।নাইজেরিয়া, শাদ, ক্যামেরুন, নাইজার ও বেনিনের ৮ হাজার ৭শ’ সৈন্য নিয়ে বহুজাতিক এ বাহিনী গঠন করা হয়েছে। এ বাহিনী বোকো হারামের ছয় বছরের বিদ্রোহের অবসানে যুদ্ধরত চলমান জোটের চেয়ে অধিক কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।বহুজাতিক এ বাহিনী আগামী কয়েক দিনের তাদের কার্যক্রম শুরু হবে বলে মনে করা হচ্ছে। তবে ক্যামেরুন সফরকালে বুহাইরি বলেছিলেন, চলতি মাসের শেষে তারা প্রস্তুতি নেবে। এ বাহিনীর সদর দপ্তর হবে শাদের রাজধানী নজামেনায়।আরএস/পিআর

Advertisement