অর্থনীতি

বিড়ি শিল্প টিকিয়ে রাখতে অর্থমন্ত্রীর সহযোগিতা কামনা

বাংলাদেশে যতদিন সিগারেট থাকবে ততদিন বিড়ি শিল্প টিকিয়ে রাখতে অর্থমন্ত্রীর সহযোগিতা কামনা করেছে বিড়ি শিল্প মালিক সমিতি। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রীর সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তারা এ দাবি জানান।

Advertisement

সংগঠনের সভাপতি বিজয় কৃঞ্চ দে বাংলাদেশে যতদিন সিগারেট থাকবে ততদিন বিড়ি শিল্প টিকিয়ে রাখতে অর্থমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। এ ছাড়া তারা ভারতের মতো বিড়ি শিল্পের ওপর শুল্ক নির্ধারণ, বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা, প্রতি হাজার বিড়িতে শুল্ক ১৪ টাকা করা এবং যেসব বিড়ি কারখানায় ২০ লাখ শলাকার কম উৎপাদন হয় সেগুলো থেকে শুল্ক না নেয়ার দাবি জানান।

অর্থমন্ত্রী বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতির দাবিগুলো নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। তবে বিড়ি শিল্প দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য অতিমাত্রায় ক্ষতিকারক বিধায় এ বিষয়ে অর্থমন্ত্রী কঠোর অবস্থান নিয়েছেন।

এরই মধ্যে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের অন্য সদস্যদের তার অবস্থান অবহিত করে চিঠি দিয়েছেন। সমিতির পক্ষ থেকে অর্থমন্ত্রীর ওই চিঠি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

Advertisement

এমইউএইচ/বিএ/পিআর