সাতক্ষীরার আশাশুনিতে এক ব্যক্তির বাড়িতে বোমা রেখে ফাঁসাতে গিয়ে দুই যুবক নিজেরাই ফেঁসে গেছেন। রোববার ভোরে উপজেলার আনুলিয়া ইউনিয়নের উত্তর একসরা গ্রামে এ ঘটনা ঘটে। সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ তথ্যদাতা ওই দুই যুবককে দুটি বোমাসহ গ্রেফতার করেছে।
Advertisement
গ্রেফতাররা হলো- উপজেলার আনুলিয়া ইউনয়িনের উত্তর একসরা গ্রামের মৃত মুজিবর মোড়লের ছেলে মো. আরাফাত মোড়ল (২৮) ও একই গ্রামের মজি মোড়লের ছেলে মো. ইয়াসিন মোড়ল (২৬)।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক হারান চন্দ্র জানান, নাশকতার উদ্দেশ্যে বাড়িতে বোমা রাখা হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ভোরে আশাশুনি উপজেলার উত্তর একসরা গ্রামের ইউসুপ আলী মোড়লের ছেলে সাত্তার মোড়লের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হলে সাত্তার নিরীহ লোক দাবি করে স্থানীয় গ্রামবাসী এ ঘটনাকে সাজানো বলে জানান।
তিনি আরও বলেন, গ্রামবাসীর দাবির মুখে এক পর্যায় তথ্যদাতা দুই যুবক আরাফাত ও ইয়াসিনকে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কথা অসংলগ্ন মনে হয়। এ সময় সাত্তারকে ছেড়ে দিয়ে মিথ্যা তথ্য দিয়ে অপরকে হয়রানি করার অভিযোগে তথ্যদাতা ওই দুই যুবককে গ্রেফতার করা হয়।
Advertisement
আকরামুল ইসলাম/আরএআর/পিআর