খেলাধুলা

রিয়ালে ৪৩৭ ম্যাচে ৪৫০ গোল রোনালদোর

২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রেকর্ড ৯৪ মিলিয়ন পাউন্ডে রিয়াল মাদ্রিদে আসার পর থেকেই শুরু হয়েছে রোনালদোর গোলের তাণ্ডব। দীর্ঘ নয় বছর ধরে লস ব্ল্যাঙ্কোসদের হয়ে একের পর এক গোল করেই চলছেন এ পর্তুগীজ তারকা। ভেঙেছেন সব রেকর্ড। ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আগেই। এবার তার রেকর্ডবুকে যুক্ত হলো আরেকটি অনন্য মাইলফলক।

Advertisement

শনিবার লা লীগায় মৌসুমে নিজেদের শেষ ম্যাচে ভিয়ারিয়ালের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ১১ মিনিটে দলটির ওয়েলশ তারকা গ্যারেথ বেলের গোলে এগিয়ে যায় সফরকারীরা। আর ম্যাচের ৩২ তম মিনিটে মার্সেলোর ক্রসে দুর্দান্ত এক হেডে ব্যবধান দ্বিগুণ করেন দলটির প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো। আর সেই সাথে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০ তম গোল করার কৃতিত্ব অর্জন করেন পর্তুগীজ এ তারকা।

৪৫০ টি গোল করতে তিনি সময় নিয়েছেন মাত্র ৪৩৭টি ম্যাচ। তাঁর ৪৫০টি গোলের মাঝে ৩১১টি গোলই করেছেন লা লিগাতে। ১০৫টি গোল এসেছে চ্যাম্পিয়নস লীগ থেকে। কোপা দেল রেতে করেছেন ২২টি, ৬টি ক্লাব বিশ্বকাপে, ৪টি স্প্যানিশ সুপার কাপে এবং ২টি গোল করেছেন উয়েফা সুপার কাপে।

ডিকেটি/আরআর/পিআর

Advertisement