দেশজুড়ে

২৪ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল শুরু

ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত একটানা ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে লঞ্চ চলাচল শুরু করেছে। তবে আরিচা-কাজির হাট নৌরুটে লঞ্চ চলাচল এখনো বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিএ এর আরিচা কার্যালয়ের সহকারী বন্দর কর্মকর্তা সাজ্জাদুর রহমান জাগো নিউজকে জানান, পদ্মা নদীর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২৫টি লঞ্চ ও যমুনা নদীর আরিচা-কাজিরহাট নৌপথে ১০টি লঞ্চ চলাচল করে।ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এখানে হালকা দমকা বাতাস ও নদী দুটিতে কিছুটা ঢেউয়ের সৃষ্টি হয়। এরপর সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের তীব্রতা বেড়ে নদীতে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়। এ বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল ঝুঁকির মধ্যে পড়ে যায়। দুর্ঘটনার আশঙ্কায় বেলা ১০টা থেকে নৌপথ দুটিতে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়। শুক্রবার সকাল ১০টার দিকে আবহাওয়া অনুকূলে আসলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে লঞ্চ চলাচল শুরু করেছে। পাটুরিয়া ঘাটে দায়িত্বরত বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জাগো নিউজকে জানান, বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে নয়টি রো রো (বড়), পাঁচটি ইউটিলিটি (মাঝারি) ও তিনটি কে-টাইপ (ছোট) ফেরি চলাচল করছে। এ ফেরিগুলো বৃহস্পতিবার সকাল থেকে যাত্রী ও যানবাহন পারাপার করছে। ঘূর্ণিঝড় কোমেনের তেমন প্রভাব এখন পর্যন্ত এই নৌপথের ফেরিতে পড়েনি।সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা আবহাওয়া পর্যবেক্ষণ করছেন। তা ঝুঁকিপূর্ণ হলে ফেরি চলাচলও বন্ধ করে দেয়া হবে বলে জানান রাসেল।এমজেড/পিআর

Advertisement