আন্তর্জাতিক

রেকর্ড ভেঙে তছনছ প্রিন্স হ্যারি-মেগানের

রাজকীয় বিয়ে বলে কথা! মানুষের আগ্রহের যেন শেষ নেই। ব্রিটিশ প্রিন্স চার্লস হ্যারি ও মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলের বিয়ের খুঁটিনাটি জানতে মানুষের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আর এবিষয়টি পরিষ্কার হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে।

Advertisement

রাজপরিবারের রাজকীয় এই বিয়ের দিনে ৬০ লাখের বেশি টুইট হয়েছে শুধুমাত্র রাজকীয় বিয়ে হ্যাশট্যাগ (#RoyalWedding) ব্যবহার করে। যা রাজপরিবারের অতীতের রেকর্ড ভেঙে দিয়েছে। শুধু কি তাই, এবারই প্রথম চিরকালীন এক রীতি ভেঙে কৃষ্ণাঙ্গ কোনো বধূ যুক্ত হলেন রাজপরিবারে। আর এতে রাজপরিবারের প্রশংসা করেছেন লাখ লাখ মানুষ।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ভিসিব্রেইন বলছে, মেগান মার্কেল এবং প্রিন্স হ্যারির বিয়ে নিয়ে ৬০ লাখের বেশি মানুষ টুইট করেছেন। হ্যারির বড় ভাই প্রিন্স উইলিয়ামের বিয়ের সময় করা টুইটের চেয়ে যা তিনগুণ বেশি।

শুক্রবার ব্রিটেনের স্থানীয় সময় রাত ১০টা থেকে শনিবার রাত ১১টা পর্যন্ত রাজকীয় বিয়ে নিয়ে বিশ্বজুড়ে ৬৬ লাখ ৪ হাজার ৪৯৮টি টুইট হয়েছে। ফরাসি এই প্রতিষ্ঠান বলছে, এর মধ্যে প্রায় ৫২ লাখ টুইট হ্যাশট্যাগ #রাজকীয়বিয়ে (##RoyalWedding) ব্যবহার করে করা হয়েছে।

Advertisement

প্রিন্স হ্যারির বড় ভাই প্রিন্স উইলিয়াম ২০১১ সালের ২৯ এপ্রিল কেট মিডলটনকে যখন বিয়ে করেন সেই সময় মাত্র ১৮ লাখ টুইট হয়েছিল। যদিও টুইটার সেই সময় শিশুকাল অতিক্রম করে আসছিল; কারণ এর মাত্র ৫ বছর আগে ২০০৬ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে টুইটার যাত্রা শুরু করে।

তবে টুইটারে মেগান মার্কেলের একটি ছবি ভাইরাল হয়ে যায়। আর এই ছবিটি টুইট করেছিলেন লুসি সেম্পে। সবচেয়ে বেশি এক লাখ ৫ হাজার বার রিটুইট হয়েছে মেগানের একটি ছবি। ছবিটি ছিল বাকিংহাম প্যালেসের বাইরে দাঁড়িয়ে থাকা কিশোরী মেগান মার্কেলের; যখন তার বয়স ছিল মাত্র ১৫ বছর।

লুসি সেম্পে সেই ছবিতে জুড়ে দিয়েছেন একটি বার্তা। তিনি লিখেছেন, ‘একদিন তোমার বয়স ছিল ১৫ বছর এবং বাকিংহাম প্যালেসের বাইরে ছবির জন্য পোজ দিয়েছিলে। ২২ বছর পরে সেই তুমি প্রিন্সকে বিয়ে করছো। অবাস্তব।’

সূত্র : এএফপি।

Advertisement

এসআইএস/পিআর